১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ আনুমানিক ০৯.১৫ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা ও সভিলি র্সোসের তথ্যের ভিত্তিতে লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম, বিএসপি, অধিনায়ক, নীলফামারী ব্যাটালয়িন (৫৬ বিজিবি) এর পরিকল্পিত নির্দেশনা মোতাবেক ঘাগড়া বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার শ্রী ননী গোপাল পাল এর নেতিৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৫৫/৪-এস হতে আনুমানকি ১.৫ বাংলাদশেরে অভ্যন্তরে প্রধানপাড়া (থানা ও জলো-পঞ্চগড়) নামক স্থানে অভযিান পরচিালনা করে। উক্ত অভিযানে মোঃ জুয়েল (৩২), পিতা-মোঃ আফসার, গ্রাম-মাধুপাড়া, পোষ্ট-হাড়ভিাসা, থানা ও জলো-পঞ্চগড় র্কতৃক বাংলাদশে হতে ১৯টি র্স্বণরে বার ( ১৯.৩০৩ কজে)ি ভারতে পাচারকালীন ০১টি মোটর সাইকলে, ০১টি মোবাইল ফোন এবং বাংলাদশেী নগদ ২৪,৬৯০/-টাকাসহ তাকে আটক করতে সক্ষম হয়। যার সজিার মূল্য আনুমানকি ১৫,১২,৬১,৯৫৮/- টাকা। উল্লখ্যে, সীমান্তে বিজিবি এর এহনে র্স্বণ উদ্ধার র্কাযক্রম অব্যাহত থাকবে।