সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সরকারি দলের নির্বচনী প্রতিশ্রুতি বাস্তবায়নসহ সাত দফা দাবিতে নীলফামারীতে গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে শুক্রবার(১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ওই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে দাবির প্রতি একত্বতা প্রশাক করে বক্তৃতা দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ওয়ার্কস পাটির সভাপতি তপন কুমার রায়।
এসময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকারাম রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সহসভাপতি পরিতোষ কুমার রায়, সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার রায়, ডোমার উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাক দিলীপ মুখোপধ্যায়, উপজেলা ক্ষত্রিয় সমিতর সভাপতি জগবন্ধু রায় প্রমুখ।
বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নসহ সংখ্যালঘু সুরক্ষা, বৈষম্য বিলোপ, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের পূণাঙ্গ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান।