স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে ৪৬০ টি উপজেলার আবিস্কারক, উপজেলা ভিওিক কোর্ট চালু উপকার, মরহুম প্রেসিডেন্ট আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ এঁর স্মৃতি চরন করা হয়। সেইসঙ্গে আমাদের জীবন মান উন্নয়নে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে ভোটের  ও ভাতের অধিকার আদায়ে লক্ষে আবাল বৃদ্ধা বনিতা বিশেষ করে ডোমার ডিমলার যুব সমাজকে ঝিমিয়ে থাকলে চলবেনা। এখনই মূখ্য সময় তাদের হাত থেকে ডোমার ডিমলার সর্বসাধারণকে রক্ষা করার। সার্বভৌমত্ব বাংলাদেশ রিজার্ভের অর্থ ও রেমিট্যান্সের টাকা নির্বিকারে পাচার হচ্ছে বিদেশে।দেশের কোষাগার এখন শূন্যর কোটায়। বিএনপির শাসন আমলে দলীয়করণ, টেন্ডারবাজি ও  দূর্নীতির দায় বহন করে আজও তাদেরকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হচ্ছে। 

সোমবার বিকালে ডোমার উপজেলার বসুনিয়া বাজার, সোনারায়, আন্দারুর মোর এলাকায় গণসংযোগ কালে নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী উপজেলা জাপার সভাপতি লেঃ কর্ণেল (অবঃ) মোঃ তছলিম উদ্দিন, পিএসসি এসব কথা বলেন। 

 এসময় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দের প্রতিফলন লক্ষ করা গেছে।