নীলফামারীর জলঢাকায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন আতাউল বারী আপেল। এ উপলক্ষে সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে প্রাথমিক শিক্ষা পদক কমিটি তার নাম ঘোষণা করেন।
তিনি উপজেলার শৌলমারী ইসাতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা পদক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার, সদস্য উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম।
এছাড়াও ২০২৩ সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ফারুকুজ্জামান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রেহেনা পারভিন ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন স্নিগ্ধা বেগম।
কাব শিক্ষক হিসেবে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন পূব গোপালঝাড় চরভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তাহাজুল ইসলাম, কর্মচারি মতিউর রহমান। এবারে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে চিরাভিজা গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ উপজেলা সহকারি শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। নির্বাচিতগণ জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের জন্য অংশগ্রহণ করবে।