দিনাজপুরের চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষায় এ বছর উপজেলা বাছাই কমিটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষকের নাম ঘোষণা করেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজিএম সারোয়ার হোসেন কর্তৃক স্বাক্ষরিত গত ১১ সেপ্টেম্বর সোমবার এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এ বছর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের খাজাঞ্জী সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া ইবনে মাহাতাব ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে শহীদ মাহাতাব বেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা নির্বাচিত হয়েছেন। 

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটাগরিতে নান্দেড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রবিউল ইসলাম

ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে রাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শ্রাবন্তী দেবনাথ এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক ক্যাটাগরিতে চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কাব লিডার) ইমরুন নেহার নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবির তালুকদার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার এবং উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) মোহাম্মদ মাহমুদ-উজ্জমান শ্রেষ্ট নির্বাচিত হয়েছেন।