এশিয়া কাপে গ্রুপ পর্বের পর সুপার ফোরে আবারও মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি ক্যাপ্টেন বাবর আজম । কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।তবে পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও ভারত একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। শ্রেয়াস আয়ারের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল।পাকিস্তান একাদ্বশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।ভারত একাদ্বশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষাণ, কেএল রাহুল(উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ