সেবা নিন সুস্থ থাকুন, আপনাদের সেবাই আমাদের ধর্ম এই স্লোগান করে সীমান্তবর্তী উত্তর জনপদের তিস্তা নদীর কোল ঘেষে অবস্থিত ৯ নং টেপাখড়ি বাড়ী ইউনিয়ন। ইউনিয়নটি ভৌগলিক অবস্থানের দিক থেকে তিস্তা নদীবর্তী এলাকা। ইউনিয়ন টিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তিস্তা নদীর পূর্ব প্রান্তকে চড়খড়িবাড়ি এবং পশ্চিম প্রান্ত কে খড়িবাড়ী নাম করন করা হয়েছে।
দুর্গম এই এলাকা গুলির স্বাস্থ্য সেবার একমাত্র কেন্দ্র বিন্দু ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি।
ওই এলাকার মা ও শিশু সুরক্ষা, সাধারণ রোগী, কিশোর, কিশোরী সেবা, গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য ২৪:ঘন্টা কেন্দ্রে সেবা প্রদান করা হয়।
এ ব্যাপারে উক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. তারিকুজ্জামান তারিকুল প্রতিবেক কে বলেন, সেবার আর এক নাম ধর্ম বলে আমি ও আমার সহকর্মীগণ মনে করেন। আমরা আমাদের সাধ্যমত সুচিকিৎসা ও সুপরামর্শ প্রদান করে যাচ্ছি। তবে এর যেমন ভাল দিক রয়েছে এর কিছু খারাপ দিকও রয়েছে। যেমন ভবনটি জায়গায় জায়গায় ধসে পরতেছে, টয়লেট,ও ফার্নিচার একে বারেই ব্যবহার যোগ্য নয়। এ গুলো যদি দ্রুক মেরামত করা সম্ভব হত তাহলে সেবার মান আরো অনেক উন্নত হত। এ সময় পরিবার কল্যাণ পরিদর্শিকা মমেজা আক্তার মনি বলেন, সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক প্রকার ঔষধ প্রতিমাসে বিনামূল্যে জনস্বার্থে প্রদান করছেন। সরকারি বিধি মেনে তা পরিবেশন করার শতভাগ চেষ্টা করি। সেবার মান ধরে রাখার ব্যাপারে এলাকাবাসী যেভাবে সার্বিক সহযোগিতা করে আসছেন এ ধারা যেন অব্যহত থাকে এমনটাই কামনা করি প্রতিনিয়ত ইউনিয়ন বাসির কাছে ।