ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬৩৪ জন মারা গেলেন।
রবিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৬০৮ জন। আক্রান্তদের মধ্যে ৮৯২ জন ঢাকার। এক হাজার ৭১৬ জন অন্যান্য বিভাগের।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে আট হাজার ৮৪৫ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই তিন হাজার ৯২৮ জন। বাকি চার হাজার ৯১৭ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ ৩০ হাজার ৩০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন এক লাখ ২০ হাজার ৮২৩ জন।