নীলফামারীর সৈয়দপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) চার লাখ টাকা মূল্যের ৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে সে সব জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে এনে জনসম্মূখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত শহরের শহীদ তুলশীরাম সড়কে (দিনাজপুর রোড) থাকা সওদাগর কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান পরিচালনা করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কৌশল অবলম্বন করে সওদাগর কুরিয়ার সার্ভিস অফিসে অভিযানকালে ঢাকার দোহার থেকে আসা ৬০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য চার লক্ষাধিক টাকা। সৈয়দপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছা. মোস্তারিনা আফরোজ ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।