সাসটেইনিবিলিটি অফ কনস্ট্রাকশন মেটারিয়ালস : বাংলাদেশ প্রেসপেক্টিভ’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকলোজিতে (বাউস্ট)। বৃহস্পতিবার সকালে (৩১ আগস্ট) নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ড. এম এ ওয়াজেদ মিয়া মিলনায়তনে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল সানোয়ার উদ্দিন (অব.)। বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগের প্রধান (সিভিল) সহযোগি অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন। সেমিনারে প্রতিপাদ্যের উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনসহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক ড. মো. তারেক উদ্দিন।
প্রবন্ধে বাংলাদেশে আবহাওয়া উপযোগি টেকসই উন্নয়নে নির্মাণ সামগ্রীর উপর গুরুত্ব আরোপ করা হয়। নানা অবকাঠামো নির্মাণ উপকরণ প্রাপ্তির বিষয়টিও উঠে আসে প্রবন্ধে। সেমিনারটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
প্রবন্ধ উপস্থাপনকারী সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিষ্টারের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারটি সঞ্চালন করেন শিক্ষার্থী নুসরাত জাহান রিয়া।