দিনাজপুরের চিরিরবন্দরে ঝগড়া থামাতে গিয়ে মারপিটের শিকার হয়েছে সেলিম রেজা (২০) নামে এক যুবক। এ ঘটনাটি গত ৩০ আগস্ট বুধবার দুপুর ২টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নে সুফফা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের গেটে ঘটেছে। এঘটনায় অপরাধীদের অব্যাহত হুমকীতে ওই যুবকের পিতা ছেলের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডাইরী করেছেন।
চিরিরবন্দর থানা ও সাধারণ ডাইরী সূত্রে জানা গেছে, উপজেলার ঘুঘুরাতলীস্থ সুফফা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে অজ্ঞাত একটি রিকশাভ্যানের সাথে মোটরসাইকেল চালক জাহিদ হোসেনের দূর্ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের মধ্যে তর্ক-বির্তক শুরু হলে পাশের দোকান মালিক জমিরউদ্দিনের ছেলে সেলিম রেজা এগিয়ে এসে ঝগড়া থামিয়ে দেয়। এতে যে যার মত করে সকলেই চলে যায়। পরবর্তীতে পুর্বের ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালকের সঙ্গীয় ডা. আফতাবুজ্জামান, মোটরসাইকেল চালক জাহিদসহ অন্যান্যরা ফিরে এসে ওই দোকানে ঢুকে দোকান মালিকের ছেলে সেলিম রেজাকে এলোপাথারী মারপিট করে ও হত্যার হুমকী দেয়। এসময় পার্শ্ববর্তী দোকানের লোকজন এগিয়ে আসলে ডা. আফতাবুজ্জামান, মোটরসাইকেল চালক জাহিদসহ অন্যান্যরা সরিয়ে যায়। এঘটনায় দোকান মালিক জমিরউদ্দিন ছেলের নিরাপত্তা চেয়ে চিরিরবন্দর থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ জানান, উক্ত ঘটনায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ঘুঘুররাতলী ব্যবসায়ী সংগঠন বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।