নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনের প্রকৃত কুলি সর্দারকে বাদ দিয়ে নতুন সর্দার নিয়োগ দেওয়ার পায়তারার অভিযোগ উঠেছে ওই স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টারের বিরুদ্ধে।
বুধবার (৩০আগস্ট) সকালে ডোমার বাটার মোড়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান ভুক্তভোগী কুলি মতিবুল ইসলাম। তিনি বলেন,গত ২০১২ সাল হতে ২০২২ সাল পর্যন্ত ডোমার রেল স্টেশনে কুলি সর্দার হিসেবে অর্পিত দায়িত্ব পালন করে আসছি।ইতিপূর্বে আমার বাবাও কুলি সর্দার ছিলেন। বাবা মারা যাওয়ার পর আমি সেখানে কুলি সর্দার হিসেবে কাজ করেছি। কিন্তু বর্তমান ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন (এস.এম গ্রেড-৩(চুক্তি) আমার বিরুদ্ধে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার পাকশীসহ বিভিন্ন দপ্তরে একটি মিথ্যা অভিযোগপত্র প্রেরন করে। স্টেশন মাস্টার আনোয়ার হোসেন কর্মরত টেন্ডাইল সামছুদ্দিন কুলির কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে তাকে বৈধ কুলি সর্দার হিসেবে ঘোষনা করেছে। তিনি বিষয়টি সঠিক তদন্ত সাপেক্ষে তাকে পুনরায় কুলি সর্দার হিসেবে নিয়োগ দেওয়ার দাবী করেন।
ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন উৎকোচ নিয়ে কুলি সর্দার নিয়োগ দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।