১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারী সদর উপজেলা বিএনপির আয়োজনে গতকাল সোমবার বিকেলে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির পৌর মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সহ-সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন, মুসগুল ইসলাম, আখতার জামান প্রমূখ।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল বলেন, বিএনপির মহা সচিব মির্জা আলমঙ্গীরসহ বিএনপি ও তার সহযোগী সংগঠন গুলোকে নিয়ে একটি মহল অপ তৎপরতায় লিপ্ত রয়েছে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে।

আগামীতে বাংলাদেশের মানুষ সুষ্ঠ নির্বাচন পেলে বিএনপির ধানের শীষে তাদের মূল্যবান ভোট প্রদান করবে। বিএনপি ক্ষমতায় আসবে যেনে বিভিন্ন ধরনের অপ তৎপরতায় তারা লিপ্ত হয়েছে।