নীলফামারীর ডোমারে হেরোইন বিক্রয়কালে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শনিবার (২৬ আগষ্ট) রাত ৮টার দিকে উপজেলার ছোট রাউতা জোরপাখুড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডোমার থানার ওসি মাহমুদ উন নবী তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন, উপজেলার পুর্ব চিকনমাটি ভাটিয়াপাড়া গ্রামের পিতা মৃত্যু তোফাজ্জল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মো. আব্দুর রশিদ (৫৯) ও তার ভাই  মো. ওসমান গনি ওরফে বাবলু (৫০)।
ডোমার থানার ওসি জানান, পুলিশ সুপার মো. গোলাম সবুর, পিপিএম স্যারের দিক নির্দেশানায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৬ আগষ্ট) রাতেই তাদেরকে হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে।
এ সময় তল্লাশি করে আব্দুর রশিদের পরিহিত শার্টের পকেট থেকে ০৬ (ছয়) টি হেরোইনের পুড়িয়া উদ্ধার করা হয়, যাহার ওজন ০৩.০০ গ্রাম। আসামী আব্দুর রশিদ এর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন আইনে সর্বমোট-১০টি এবং আসামী বাবলু এর বিরুদ্ধে মাদকসহ ৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীরা খাবার হোটেলের ব্যবসার আড়ালে মাদকদ্রব্য বিক্রয় করতো। এ ঘটনায় ডোমার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। যার মামলা নং-৩১ (০৮)২৩।