দিনাজপুরের চিরিরবন্দরে নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহিত `বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা` শীর্ষক কর্মসূচির আওতায় নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকৌশলী কবির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম বক্তব্য রাখেন।