দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালত প্রায় ৮১০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গত ২৩ আগষ্ট বুধবার দুপুরে উপজেলার ইছামতি ডিগ্রি কলেজ মোড় থেকে বিন্যাকুড়ি হাট পর্যন্ত ইছামতি নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুলান্ট চাকমা ও উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু। এসময় সুপারভাইজার মর্তুজা, মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি কমল রায় ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

ওইদিন বিকাল সাড়ে ৪টায় জব্দকৃত জালগুলো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হক ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা মৎস্য অফিসের সামনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।