জন্মের পর সঙ্গে সঙ্গে মায়ের দুধ ছাড়া শিশুদের অন্য কিছু দেওয়া যাবে না। শিশুর স্বাস্থ্য সুরক্ষায় মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। এভাবেই জন্মের পর থেকে একটি শিশু সুস্থ ও সবল হয়ে গড়ে উঠতে পারে। আর যেসব প্রতিষ্ঠান মায়ের দুধের বিকল্প হিসেবে শিশুদের কৃত্রিম দুধ বা খাদ্য খাওয়াতে উদ্বুদ্ধ করে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ উঠে আসে কর্মশালায়।
বুধবার(২৩ আগষ্ট) অর্ধদিন ব্যাপী নীলফামারী স্বাস্থ্য বিভাগের ইপিআই সম্মেলন কক্ষে মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও বিধি ২০১৭ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় এ কথা বলা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ঢাকার আয়োজনে ও সিভিল সার্জন নীলফামারীর বাস্তবায়নে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
নীলফামারী সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় দুটি পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মহাখালির জনস্বাস্থ্য পুস্টি ইনষ্টিিিটউটের বিভাগীয় প্রধান (ল্যাব) ডাঃ মোঃ জয়নাল আবেদীন টিটু ও বিভাগীয় প্রধান (ফিল্ড) ডাঃ মাহবুব আরেফীন রেজানুর।
বক্তব্য রাখেন নীলফামারী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায় ডাঃ জাহাঙ্গীর হোসেন ও জেলা সমাজ সেবা অফিসের উপ পরিচালক আবু বক্তর সিদ্দিক প্রমুখ।
কর্মশালা সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন। কর্মশালায় অংশ নেন জেলা ও উপজেলা হাসপাতালের চিকিৎসক, সেবিকা, ব্যবসায়ী ও সাংবাদিক।