নীলফামারীর ডিমলায় নবাগত ইউএনও এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিতি।
ইউএনও নুর-ই আলম সিদ্দিকী তার পুর্বের কর্মস্থল বাঘেরহাট জেলার স্বরনখোলা উপজেলা হতে গত(১৭আগষ্ট)২৩ ইং ডিমলা উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিতি হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা স্কুল কলেজ মাদ্রাসার প্রধান, সাংবাদিক, বিভিন্ন সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, ডিমলা থানার ওসি লাইছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার, নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।