নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ডাঙ্গা শ্রী শ্রী মনষা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাতে কে বা কারা ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। খবর পেয়ে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজকুমার পোদ্দার রাজু, সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস মিন্টু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র রায় ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান জুন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, ঘটনা উদঘাটতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আশা করি খুব শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান বলেন, মন্দির পোড়ানোর ঘটনা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয় এজন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।