গত বছরের বিশ্বকাপে মরক্কো সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল, যাতে অনন্য অবদান রাখেন গোলকিপার ইয়াসিন বোনো। তিনকাঠির নিচে দুর্দান্ত প্রতিরোধ গড়া এই ৩২ বছর বয়সি গোলরক্ষক সেভিয়াকে দুটি ইউরোপা লিগ শিরোপা জেতাতেও দারুণ ভূমিকা পালন করেন। ইউরোপ থেকে বড় তারকাদের পথ অনুসরণ করে তিনিও পাড়ি দিলেন সৌদি আরবে।
এশিয়ার সবচেয়ে সফল ক্লাব আল হিলাল চুক্তি করেছে বোনোর সঙ্গে। কদিন আগে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের সঙ্গে চুক্তি করে আলোচনায় ছিল ক্লাবটি। আল হিলাল জানায়, এই চুক্তির পৃষ্ঠপোষকতা করেছেন স্বয়ং ক্লাব প্রেসিডেন্ট প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল। আর চুক্তির অঙ্ক উন্মোচিত না হলেও স্প্যানিশ মিডিয়ার রিপোর্ট, ২ কোটি ১০ লাখ ইউরো পেয়েছে সেভিয়া। আল হিলাল টুইটারে পোস্ট করেছে, ‘দ্য আটলান্টিক লায়ন আমাদের গোলকিপার।’
নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বোনোকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আল-হিলাল। প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি করেছেন বোনো। তবে তার ট্রান্সফার ফি সম্পর্কে কিছু জানায়নি ক্লাবটি। বিবৃতিতে তারা জানিয়েছে, মরক্কোর জাতীয় দলের গোলরক্ষক এবং স্প্যানিশ সেভিয়া ক্লাবের গোলরক্ষক ইয়াসিন বোনোর সঙ্গে চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেছে আল-হিলাল ক্লাব কোম্পানির পরিচালনা পর্ষদ। তিন মৌসুমের চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলবেন তিনি।’
তবে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ২১ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিন বছরের চুক্তিতে আল-হিলালে যোগ দিয়েছেন বোনো। খুব শিগগিরই তার মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা হবে। জিরোনা থেকে প্রাথমিকভাবে ২০১৯-২০ মৌসুমে ধারে সেভিয়ায় যোগ দেন। ২০২০ সালে স্থায়ী চুক্তি হয়। সবমিলিয়ে স্প্যানিশ ক্লাবের হয়ে ৯৬টি ম্যাচ খেলেছেন তিনি। এ সময়ে দুটি ইউরোপা লিগ শিরোপা ও একটি জামোরা জিতেছেন তিনি।