নীলফামারীতে সহকারী জেলা তথ্য কর্মকর্তা শ্রী প্রকাশ চন্দ্র রায় (৫৮) ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। নিহত প্রকাশ জেলা শহরের উত্তর হাড়োয়া দেবিরডাঙ্গা এলাকার বাসিন্দা ও পিতা মৃত্যু লাল মোহন বর্মণের ছেলে।
সৈয়দপুর জিআরপি থানার এসআই মনিরুজ্জামান মনির জানান, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে আজ শনিবার (১৯ আগষ্ট) সকাল পৌনে ছয়টার দিকে ওই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তিনি জেলা তথ্য অফিসে সহকারী জেলা তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নিহতের স্ত্রী প্রতিমা রানী রায় বলেন, ‘তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। অন্য দিনের মতো আজও সকালে বাড়ি থেকে বের হন। পরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পাই স্থানীয় লোক মুখে। ভাবতে পারছিনা আমার স্বামী এভাবে মারা যাবে। আমার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের কিভাবে মানুষ করবো একমাত্র ঈষরই জানে।’
এদিকে, নিহতের বড় ভাই ধরনী মোহন রায় জানান,‘কয়েকদিন আগে থেকে ভাইকে অন্যমনস্ক লাগছিল। তার শারীরীক আবস্থাও ভাল ছিল না। চেকআপের জন্য ভারতে যাওয়ার কথা ছিল। কাগজ পত্রও ঠিকঠাক করেন। কিন্ত আজ হঠাৎ সকালে তার মৃত্যুর খবর পেয়ে বিস্বাস হচ্ছিল না সে ট্রেনে কাটা পড়ে মারা যাবে।’
সৈয়দপুর জিআরপি থানার এসআই বিষয়টি নিশ্চিত করে জানান, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে পৌনে ছয়টার দিকে কাটা পড়ে মারা যান প্রকাশ। তার মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সুত্রে জানা যায়. সকল আইনি প্রক্রিয়া শেষে আজ বিকালে স্থানীয় স্বশানে তার শেষ কৃত্য সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, নিহত প্রকাশ চন্দ্র রায় জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী পদ থেকে পদোন্নতি পেয়ে সহকারী জেলা তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন।