১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ দিনে চ্যানেল আইতে ৩টা ৫ মিনিটে দেখানো হবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধের ছবি ‘একাত্তরের নিশান’। ‘একাত্তরের নিশান’ ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তাহের শিপন।
গল্পে দেখা যাবে, ১৯৭১। বুড়িগঙ্গা-ধলেশ্বরীর মোহনা ছাড়িয়ে ছোট নদী মধুমতিপাড়ের তল্লাট কৈলহাটি। গ্রামের কিশোরদের দাপিয়ে বেড়াতে দেখা যায় মধুমতিতে। সেই কিশোর দলের সবচেয়ে দক্ষ সাঁতারু নিশানের চোখেই প্রথম পড়ে, দূর-দূরান্ত থেকে কৈলহাটির দিকে ভেসে আসছে অজস্র নৌকা। রহস্যের কূল-কিনারা না করেই কিশোরদের ছুটতে হয় স্কুলে, থার্ড স্যার সানাউল্লাহ যে বড় কড়া!
থার্ড স্যার অসম্ভব গম্ভীর মুখে সবাইকে মনে রাখতে বলেন গতকালের দিন তারিখটা; খুলে বলেন, বাঙালিকে ক্রীতদাস বানানোর পুরো চক্রান্ত। বলেন, বাঙালি এখন ভাসবে কলমিলতার মতো। থার্ড স্যারের কথা শেষ হতে না হতেই ঘাটে হইচই শুরু হয়ে যায়। নিশানদের দলটা দেখতে পায় স্যারের কথাই সত্যি। আত্মীয়স্বজন পালিয়ে এসেছে গ্রামে, পোশাক এলোমেলো, চোখ ভরা ক্লান্তি। নিশানের চাচা-চাচি-চাচাতো বোন মিলি আর তার বয়সি দিলুও সেই পালানো মানুষের দলে। গ্রামের মাতব্বর-মুরব্বি শ্রেণির লোকরা প্রকৃত ঘটনা জানতে এসে জড়ো হন নিশানদের উঠানে। নিশানের চাচা খুলে বলেন দেশের প্রকৃত পরিস্থিতি। আতঙ্কিত হয়ে ওঠেন সবাই শোনে।
আচমকা গ্রামের বেশির ভাগ যুবক লাপাত্তা হয়ে যায়, যাওয়ার আগে নিশানদের বলে যায় তারা নিজেদের দেশ নিজেদের করেই ফিরবে। তারপর ঘটে রুদ্ধশ্বাস অনেক ঘটনা। ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সেরা জামান, মুনিরা মিঠু প্রমুখ।