নানা কর্মসূচির মধ্যে দিয়ে নীলফামারীতে স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) কর্মসুীচর মধ্যে ছিল, সূর্যদ্বয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
এদিকে, সকাল ৯ টার দিকে বঙ্গবন্ধু চত্তরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে, কালো ব্যাচ ধারন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এরপর সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর আজকের দিনে বঙ্গবন্ধুর স্বৃতি চারন করতে গিয়ে বলেন, যে মানুষটি বাঙালী জাতির মুক্তির জন্য জীবনের অর্ধেক দিন জেল খাটল, সেই মানুষটিকে কিছু বিপদগামী সেনা সদস্য দিন দুপুরে জাতীর পিতাকে হত্যা করলো। কি দূর্ভাগ্য আমাদের।
এদিকে, সন্ধা ৭-৯ টা পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সন্ধ্যা ৭ টায় বঙ্গন্ধুর জীবন দর্শন ভিক্তিক সঙ্গীতানুষ্ঠান।
অপরদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, আওয়ামী মহিলা লীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক মমতাজুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি মুসফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।