৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রুবেল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান চাঁিলয়ে তাঁকে গ্রেফতার করে। সে নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গদা ৩ নম্বর ওয়ার্ডের আলতানুর রহমানের ছেলে ।
নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেকটর শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রুবেল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গেফতারকৃত রুবেলকে কিশোরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় বলেন, রুবেলকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।