যখন ব্যাটিংয়ে নামলেন তাওহিদ হৃদয়, জয় তখন তার দলের মুঠোয়। দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে খুব বেশি সময় নিলেন না তিনি। ক্যামিও ইনিংসে মাঠ ছাড়লেন জয় সঙ্গে করে।
লঙ্কা প্রিমিয়ার লিগে মঙ্গলবার কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে হৃদয়ের দল জাফনা কিংস। পাল্লেকেলেতে ১৪৭ রানের লক্ষ্য পেরিয়ে গেছে ৩৩ বল হাতে রেখে।
আসরে প্রথম পাঁচ ম্যাচের চারটিতে তিনে নামা হৃদয়কে এ দিন ব্যাটিংয়ে পাঠানো হয় ছয় নম্বরে। আগের ম্যাচে শূন্য রানে ফেরা বাংলাদেশের ব্যাটসম্যান এবার ৯ বলে ৩ চারে করেন অপরাজিত ১৪ রান।
হৃদয় উইকেটে যাওয়ার সময় জাফনার দরকার ছিল ৪৩ বলে ১৯ রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলেন তিনি। পরের ওভারে টানা দুটি চার মারেন মাথিশা পাথিরানাকে। এরপর নাসিম শাহকে বাউন্ডারি মেরেই দলের জয় নিশ্চিত করেন তরুণ ব্যাটসম্যান।
রান তাড়ায় ৩২ বলে ৫৮ রানের উদ্বোধনী জুটিতে ভিত গড়ে দেন নিশান মাদুশকা ও রহমানউল্লাহ গুরবাজ। আফগান ব্যাটসম্যান গুরবাজ ২১ বলে ৩টি করে চার ও ছক্কায় করেন ৩৯ রান।
মাদুশকা ফিফটি পাননি অল্পের জন্য। ৩২ বলে তিনিও ৩টি করে চার ও ছক্কায় করেন ৪৬ রান।
কলম্বোকে দেড়শর নিচে আটকে রাখতে ৩ ওভারে ৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা অবশ্য বাঁহাতি স্পিনার দুনিথ ওয়াল্লালাগে।