প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ২২ হাজার ১০১টি ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ ৯ আগস্ট বুধবার সকাল ১০টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। তিনি মানুষের সুখ দুঃখের কথা বোঝেন, ভাবেন। মানুষের দুখ কষ্ট তিনি সহ্য করতে পারেন না।
এছাড়াও খানসামা উপজেলা চেয়ারম্যান ও খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর সহকারি কমিশনার (ভুমি) রুনাল্ট চাকমা, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, সাংগঠনিক সম্পাদক মো. আজিমউদ্দিন সরকার গোলাপ, ইউপি চেয়ারম্যান মো. আবু হায়দার লিটন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সারাদেশের ন্যায় চিরিরবন্দরেও ভার্চুয়ালী চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আরো ২৫টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করেন।
উল্লেখ্য যে, উপজেলায় মোট ৭৬৫টি পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান করা হয়।