প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে আগমন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে স্বরনকালের বৃহৎ মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে । সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোখছেদুল মোমিনের নেতৃত্বে র‌্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক সহ ৫ টি ইউনিয়নে প্রদক্ষিন করে।
সোমবার (৩১ জুলাই) বেলা ১১টায় শহরের রেলওয়ে শ্রমিক লীগ অফিস চত্বর থেকে প্রায় ৫শতাধিক মোটর সাইকেলের এই র‌্যালীতে অংশ গ্রহন করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার , মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন, পৌর আওয়ামীলীগ ৮ নং ওয়ার্ড সভাপতি অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু, কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার, বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু, প্রভাষক হাফিজুল হক নান্নু, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার মোমেন টুটুল, পৌর ছাত্রলীগ সভাপতি সিফাত সরকার প্রমুখ। র‌্যালি পূর্বে বক্তব্য উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মানবতার মা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে নেএীর হাতকে শক্তিশালী করার বিকল্প নেই।এ জন্য সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার মাধ্যমে যেমন দেশবাসীকে জানান দিতে হবে তেমনি নেতাকর্মীদের উজ্জীবিত করতে হবে। এভাবে মূলত এই আয়োজন। রংপুরে আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীকে সৈয়দপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে।