নীলফামারীর জলঢাকা উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের বালক ও বালিকা গ্রুপের ২টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের বালিকা গ্রুপের ফাইনাল  খেলায় নেকবক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ — ০ গোলে হরিনচন্দ্র পাঠ হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ২য় খেলায় বালক গ্রুপে হরিশ্চন্দ্র পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২–০ গোলে শৌলমারী ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার,  উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শহীদ হোসেন রুবেল, উপজেলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফা আখতার, সহকারী শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান, আব্দুল মান্নান, আনোয়ারুল কবীর রতন প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টে ১২টি বিদ্যালয় অংশগ্রহণ করছে।