নীলফামারীর জলঢাকা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চোরাইকৃত মালামালসহ কুখ্যাত চোর চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার”র নির্দেশনায় শুক্রবার দিবাগত রাতে থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত চোররা হলেন,পৌরসভার আমরুল বাড়ি এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মোঃ শাহিন ওরফে কালা চোর (৩২) মোঃ এজার উদ্দিনের ছেলে মোঃ সাজু ইসলাম (৩৪), বগুলাগাড়ি বাবুলল্লাপাড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৫),কদমতলী জোড়াপুল এলাকার মোঃ সালাউদ্দিনের ছেলে মোঃ আব্দুল করিম(২৫), বটতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো:আল-আমিন(২৫) ও কাজির হাট এলাকার মৃত: তফেল উদ্দিনের ছেলে মো:জাহিদুল ইসলাম(২৩)।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত ৬টি বাইসাইকেল, বাইসাইকেলের ভাংড়ি যন্ত্রাংশ, ০২টি মোটার, ০২টি টিউবওয়েল,একটি ২৪ইঞ্চি ওয়ালটনএলএডি টিভি উদ্ধার করা হয।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান, থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম। তিনি আরও জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।