নীলফামারী ডিমলা উপজেলা ৬ নং নাউতারা ইউনিয়ন পরিষদ আয়োজনে,ইউপি সচিব দেলোয়ার হোসেন এর বদলী জনিত বিদায় ও ইউপি সচিব সুবাস চন্দ্র রায় এর যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৯ জুলাই শনিবার সকালে ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি এর সভাপ্রধানে এ বিদায় বরণ অনুষ্ঠানে এ নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম প্রহরে ত্রুাস্ট ও উপহার সামগ্রী দিয়ে বিদায় ও বরন করা হয়।দ্বিতীয় প্রহরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশরাফুল আলম (মাইক) এর সঞ্চালনায়,
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা বাবু রনজিৎ কুমার রায়। ইউপি সচিব দেলোয়ার হোসেন নাউতারা ইউনিয়নে সচিব থাকাকালিন সময় তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে আলোচনা করেন, ইউপি সদস্য মাজেদুল ইসলাম, ইয়াসিন আলী, হাফিজুল ইসলাম, জিন্নাত আলী, বেলাল হোসেন, মজনু, তহিদুল ইসলাম, লাল মোহন রায়, সমাজ সেবক তহিদুল ইসলাম ভুট্ট,মোফাজ্জল হোসেন বাবু দ্বীপক কুমার রায়।
এ সময় সভাপতি তার সমাপনী বক্তব্যে চাকুরী জনিত কারনে বদলী এ নতুন কিছু নয়।চাকুরী করলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে এটাই চিরাচরিত নিয়ম। তবে হ্যাঁ, স্মৃতি কখনো মুছে যায় না। গুন কখনো পচে যায় না। একটি পরিষদের মেরুদন্ড হচ্ছে একজন সচিব। তার কর্ম ও কর্তব্যপরায়নতায় আমাদের মুগ্ধ। চলার পথে ভূলত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়।আমাদের ত্রুটি গুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা প্রাণ খুলে দোয়া করি আপনি আপনার কর্মস্থলে দক্ষতার সঙ্গে কর্মকার্য পরিচালনা করতে পারেন।সৃষ্টিকর্তা যেন সর্বদাই আপনাকে ভালো রাখেন। সেই সঙ্গে যোগদানকৃত ইউপি সচিব সুবাস চন্দ্র রায় কে বরণ করে কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন।
উল্লেখ্য যে সভায় অংশ নেন এলাকার মান্যগন্য ও গ্রাম পুলিশের সকল সদস্যবৃন্দ।