নীলফামারীর সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২-২০২৩ অর্থবছরের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস প্রদান করা হয়েছে। আজ সোমবার (২৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শহরের বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই ডিভাইস বিতরণ করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাতে ওই ডিভাইসগুলো তুলে দেন।
সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেসার সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমুখ।
এতে অন্যান্যদের মধ্যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, মোছা. মুসারাত জাহান, বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি মো. নুরুজ্জামান, প্রধান শিক্ষক রুখশানা প্রধান,সাবর্নিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি পারভিনসহ শিক্ষক-শিক্ষিকা, বিশেষ চাহিনা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে চারটি হুইল চেয়ার, ছয়টি চশমা ও আটটি শ্রবন যন্ত্র বিতরণ করা হয়েছে।