সারাদেশের মতো আজ সোমবার (২৪ জুলাই) থেকে নীলফামারীর সৈয়দপুরেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ শুরু হয়েছে। মৎস্য সপ্তাহের প্রথমদিনে গতকাল মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছাঃ মোস্তারিনা আফরোজের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা সমাজ সেবা অফিসার মো. আবু রায়হান, উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সফল মৎস্য চাষী বীরমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, আওয়ামী মৎস্যজীবী লীগের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল সরকার, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবী,মাছ ব্যবসায়ী, শুটকি মাছ ব্যবসায়ী,সুধীজন,সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার (২৫ জুলাই) রয়েছে মৎস্য সপ্তাহেরর আনুষ্ঠানিক উদ্বোধন,র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ,আলোচনা সভা ও সফল মৎস্য চাষী,ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাল্য চিত্র প্রদর্শন।