জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলায় সংবাদ সম্মেলন ও মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য দপ্তর।
সোমবার (২৪ জুলাই) সকালে উপজেলা মৎস্য দপ্তর নিজ কার্যালয়ে সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনূর রশীদ জানান, চলতি জুলাই মাসের ২৪তারিখ হতে ৩০তারিখ পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা দপ্তর সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রচার প্রচারণা, মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি,র‌্যালি,আলোচনা সভা, পোনামাছ অবমুক্ত করণ, সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ, জলাশয়ে পানির ভৌত রাসায়নিক পরিক্ষা, চাষিদের পরামর্শ সেবা, উপকরণ বিতরণ করা হবে বলে সাংবাদিকদের অবগত করেন।
তিনি আরো জানান,উপজেলায় ৭শত ৩২হেক্টর আয়তনের জমিতে ছয় হাজার ৯৮৯টি পুকুর রয়েছে। এতে মোট মাছ উৎপাদন হয় চার হাজার ৭৯১মেট্রিক টন।