ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নীলফামারীর সিভিল সার্জন অফিসের উদ্দ্যোগে বিভিন্ন ধরনের প্রচারণা অব্যাহত রয়েছে। প্রচারণার অংশ হিসেবে বুধবার দুপুরে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের তিলাই জয়চন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: হাসিবুর রহমান। তিলাই জয়চন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার, ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ ওয়ালিউল্লা ইসলাম প্রমূখ।
সিভিল সার্জন ডা: হাসিবুর রহমান জানান, দেশব্যাপী ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। বর্ষাকালে এই রোগ দেখা দেয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য বার্তা হিসেবে হ্যান্ড বিল বিতরণ, মাইকিং, শহরের গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা মূলক ব্যানার স্থাপন, মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, জেলা হাসপাতাল ও উপজেলা হাসপাতাল সমূহে ডেঙ্গু সনাক্তকরণ ও আক্রান্ত রোগীকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এছাড়া ৪টি পৌরসভার মেয়রদের পত্র দেয়া হয়েছে। শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ড্রেনগুলোতে স্প্রে করতে।