নীলফামারী সদর উপজেলার স্কুল ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে শিক্ষাক্রম বিস্তরণ (Dissemination of New Curriculam ) বাস্তবায়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭জুলাই) রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। মতবিনিময় সভায় নতুন কারিকুলাম বিষয়ের কার্যক্রম পরিচালা সম্পর্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা শিক্ষা কর্মকর্তা মো: হাজিফুর রহমান প্রতিষ্ঠান প্রধানদের বিভিন্ন দিকনির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন। বক্তব্যে তিনি নতুন কারিকুলাম বাস্তবায়নে সকল শিক্ষককে আরও আন্তরিক ও বিভিন্ন পরামর্শ নেওয়ার আহবান জানান। এসময় উপস্থিত সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন নতুন কারিকুলাম বাস্তবায়নে এ কর্মকতার সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন। তারা বলেন নতুন কারিকুলাম বাস্তবায়নে আমরা সকল ধরনের নির্দেশনা মেনে চলছি এবং তা বাস্তবায়নে অগ্রসর হচ্ছি। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা আলী শাহরিয়ার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার গাজিউর রহমান।