শিশুদের জন্য জাতীয় পর্যায়ের শীর্ষ সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) নীলফামারী জেলা কমিটির উদ্যোগে বিদ্যালয়ের মনিটরিং, স্কুল কমিটি গঠন এবং ইয়েস বাংলাদেশের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
অদ্য ১৩ ই জুলাই ,২০২৩ বৃহস্পতিবার নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি এম. ইউ. উচ্চ বিদ্যালয়ে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এনসিটএফ নীলফামারীর সদস্যরা এসময় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম রোধ, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার রক্ষার জন্য উদ্বুদ্ধ করে। অত্র এলাকার সামাজিক সমস্যা ও সেসব সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়। এসময় তারা জানায় গত একমাসে তাদের এলাকায় চারটি বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে এবং পানিতে ডুবে একটি শিশুর মৃত্যুর খবরও পাওয়া যায়।
অত্র বিদ্যালয়ে এনসিটিএফ নীলফামারীর পক্ষ থেকে ১১ (এগারো) সদস্য বিশিষ্ট স্কুল কমিটি গঠন করে দেওয়া হয়। সকলে একসাথে অঙ্গীকারবদ্ধ হয় যে তারা শিশুদের একটি সুন্দর জীবন প্রদান করবে।
ইয়েস বাংলাদেশ ও এনসিটিএফ নীলফামারী উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ এবং ছাত্রছাত্রীরা মিলে বিভিন্ন ফলজ গাছ রোপন করে।
খোকশাবাড়ি এম. ইউ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলোচনা পরবর্তী কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি এনসিটিএফ নীলফামারীর কাজের প্রশংসা করেন এবং উক্ত সকল কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিটিএফ নীলফামারীর সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকী জিদান, শিশু গবেষক অন্তরা রানী রায় , শিশু সাংসদ চিরন্তন মার্ডী, শিশু সাংবাদিক মো:মারুফ হাসান শাওন, এনসিটিএফ নীলফামারীর সাধারণ সদস্যবৃন্দ ও জেলা ভলান্টিয়ার নাইমুর রহমান এবং আনিকা ইসমত।