দীর্ঘ ১১ বছর পর মিরপুরের হোম অব ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শক্তিশালী ভারতের মেয়েদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে টাইগ্রেসরা। র্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে থাকলেও ঘরের মাঠে ইতিবাচক ক্রিকেট খেলতে চায় নিগার সুলতানা জ্যোতিরা।
আজ রোববার (৯ জুলাই) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২ টায়। ম্যাচে মাঠে নামার আগে টসে নেমে হেরে গেছে বাংলাদেশ। ভারতের অধিনায়ক হারমানপ্রীত কর টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ব্যাটিং করতে নামছে টাইগ্রেসরা।
বাংলাদেশ নারী দলের একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, রিতু মনি, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, সোবহানা মোশতারি, সাথি রানি, সুলতানা খাতুন ও রাবেয়া।
ভারত নারী দলের একাদশ
স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগেজ, হারলিন দেওল, হারমানপ্রীত কর (অধিনায়ক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), পূজা ভাস্ট্রেকর, দীপ্তি শর্মা, আমানজোত কর, আনুশা বেরেডি ও মিন্নু মানি।