জীবাণু মুক্ত প্রতিদিন এই স্লোগান করে,অরাজনৈতিক প্রতিষ্ঠান আমাল ফাউন্ডেশন এর আয়োজনে, savlon এর সহাতায় মা ও শিশু সুরক্ষা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। 

৬ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত বৃহত্তর রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট, রংপুর  মিটাপুকুরে মিলে মোট ১০টি ক্যাম্পিং অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় আজ রবিবার সকালে   নীলফামারী জলঢাকা উপজেলা কৈমারী দিঘির পাড় পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু সুরক্ষা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। 

ঢাকা থেকে আগত মা ও শিশু বিশেষজ্ঞ ডা: মো: আল শাহরিয়ার আহাদ এ ক্যাম্পিং পরিচালনা করেন এতে সার্বিক সহায়তায় ছিলেন আমাল ফাউন্ডেশন প্রতিনিধি মিশুক আহমেদ বর্ষ, মোহাম্মদ আলী সানু,শরিফা বেগম, কারিমুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ প্রমূখ।

নির্দিষ্ট রোগীর বাইরে ও বেশ কিছু মা ও শিশু রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ সময় সেবা নিতে আসা উপকারভোগীরা বলেন, আমারা ফাউন্ডেশন এর মাধ্যমে বিনা টাকায় যে চিকিৎসা সেবা পেয়েছি, দোয়া করি ফাউন্ডেশন টি যেন উত্তর অন্তর সমৃদ্ধি লাভ করেন।ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট দ্বারা রয়েছেন তাদের সবাইকে যেন সৃষ্টিকর্তা ভালো রাখেন।