নীলফামারীর জলঢাকা উপজেলায় জে ডি এম বি ক্রিকেট মেনিয়া সিজন (২) টুর্নামেন্টে ফেইরি ডেভিলস চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের ফাইনাল খেলায় তারা গেম চেঞ্জারসকে ১৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয় ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় তিনি বলেন, বর্তমান সরকার যুবসমাজ কে ক্রীড়ামূখী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে বেশী বেশী করে খেলাধুলার আয়োজন করছে। এতে করে শিক্ষার্থীরা বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে। এছাড়াও বর্তমান সরকার নতুন প্রজন্মকে আধুনিক ও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নতুন কারিকুলাম চালু করেছে। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উদ্দোক্তা আক্তারুল আলম রিয়াদ, জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত কুমার বিশ্বাস, হাসান কবির, আইয়ুব আলী এবং মনিন্দ্রনাথ রায়, নাজমুল ইসলাম ও শহিদুল ইসলাম প্রমুখ। আয়োজক কমিটির আহবায়ক নিশান জানান, এবারের টুর্নামেন্টে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে ৮টি দল অংশগ্রহণ করে। জলঢাকা মাধ্যমিক বিদ্যালয় এই টুর্নামেন্টের আয়োজন করে।