বাড়ির পাশে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে রাব্বি মিয়া (৫) নামে এক শিশু ও বালু বোঝাই ট্রলির নিচে চাপা পরে হামিদুল ইসলাম (৩৫) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।  পৃথক ঘটনাদুটি ঘটেছে   শুক্রবার রাত আটটার দিকে মাগুড়া ইউনিয়নের  রংপুর – জলঢাকা মহাসড়কের মাগুড়া বাসস্টান্ডে এবং অপরটি একই ইউনিয়নের মাগুড়া খামাতপাড়া গ্রামে। নিহত হামিদুল ইসলামের বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ধনতলা গ্রামে ও শিশু রাব্বি একই ইউনিয়নের মিলন মিয়ার ছেলে।

মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু জানান, শুক্রবার রাত আটটার দিকে বালু বোঝাই একটি ট্রলি কিশোরগঞ্জ থেকে বালু নিয়ে গঙ্গাচড়ার দিকে চাচ্ছিল। এসময় বালু বোঝাই ট্রলিটি মাগুড়া বাসস্টান্ডে পৌঁছালে ট্রলির ডানপাশের একটি চাকা পামচার হয়ে যায়। ট্রলি চালক গাড়িতে থাকা জগ দিয়ে গাড়ির চাকা পরিবর্তন করতে করা অবস্থায় জগ সরে গিয়ে বালু বোঝাই ট্রলির নিচে চাপা পরে চালক গুরত্বর আহত হলে স্থানীরা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।  এদিকে শুক্রবার বিকাল ৫ টার দিকে মাগুড়া ইউনিয়নের মাগুড়া খামাতপাড়া গ্রামের মিলন মিয়ার শিশুপুত্র বাড়ির পাশে অন্যন্য শিশুদের সাথে খেলছিল।  খেলারত অবস্থায় শিশুটি সকলের অগোচরে পাশ্ববর্তী খালের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে অনেক খোঁজাখুজি করে সন্ধ্যার দিকে  বাড়ির পাশে খালের পানিতে লাশ খঁজে পায়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, পরিবারে কোন অভিযোগ না থাকায়   ট্রলি চালক ও শিশুটির লাশ স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।