ডোমার থেকে সৈয়দপুরে সিজার করার উদ্দেশ্যে যাওয়ার সময় নীলফামারী সদরের শিমুলতলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্বা মা ও নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সৈয়দপুর উপজেলার উত্তরা আবাসনের বাসিন্দা লিটন ইসলামের স্ত্রী ও ডোমার পৌর শহরের কাচারীপাড়া এলাকার নাজিম উদ্দিনের মেয়ে শারমিন আক্তার (৩০) ও তাঁর নবজাতক কন্যা। এতে আহত হয়েছেন নিহত শারমিন আক্তারের বড় মেয়ে ইলমা মনি (৫) ও তাঁর মা কোহিনুর প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের শিমুলতলা এলাকায় মাইক্রোবাসটি সিএনজিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এ সময় অন্তঃসত্ত্বা শারমিন আক্তার সিএনজি থেকে ছিটকে পড়ে মাইক্রোবাসের নিচে আটকে যান। মাইক্রোবাসটি তাকে প্রায় তিন কিলোমিটার টেনে হিচড়ে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে নবজাতক কন্যা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে সড়কে পড়ে ছিল। আর ঢেলাপীর হাট এলাকায় পড়ে ছিল মায়ের নিথর দেহ।পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নবজাতকসহ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে নবজাতকের মৃত্যু হয়।রবিবার দুপুরে নিহত শারমীনের বাবার বাড়ী ডোমার উপজেলার চিকনমাটি মধ্য ধনীপাড়া কবরস্থানে মা ও নবজাতকের দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্ত করা হয়েছে।