নীলফামারীর ডোমারে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে এসে রিয়া মনি(৭) নামে এক শিশু কন্যা নিহত হয়েছে।
সোমবার (৩ জুলাই) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী হুজুর পাড়ায় আনছার আলীর বাড়ীতে উল্লেখিত দূর্ঘটনাটি ঘটে। রিয়া মনি সদর উপজেলার চওড়া ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের জামিয়ার রহমানের মেয়ে।
সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ঈদ উপলক্ষে বড় ভাই শরিফুল ইসলামের সাথে শরিফুল ইসলামের শ^শুর বাড়ীতে বেড়াতে আসে শিশু কন্যা রিয়া মনি। সোমবার সকাল অনুমান নয়টার দিকে বেড়াতে আসা আত্মীয় আনছার আলীর বাড়ীতে খেলার সময়, হঠাৎ চার্জার অটোতে চার্জ দেওয়া সংযোগ তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয় রিয়া। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু হয়েছে বলে ঘোষনা দেন।
ডোমার থানা ওসি মাহমুদ উন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট ও এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।