নীলফামারীর জলঢাকা উপজেলায় জে ডি এম বি ক্রিকেট মেনিয়া সিজন (২) টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল। এসময় তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য বেশী বেশী করে খেলাধুলার আয়োজন করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মকে আধুনিক ও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত কুমার বিশ্বাস, হাসান কবির, আইয়ুব আলী এবং মনিন্দ্রনাথ রায় ও নাজমুল ইসলাম প্রমুখ। আয়োজক কমিটির আহবায়ক নিশান জানান, এবারের টুর্নামেন্টে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে ৮টি দল অংশগ্রহণ করছে। আজকে ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম খেলায় ফেইরি ডেভিলস ১১৪ রানে রেড রাইডারস কে পরাজিত করে। এর আগে রবিবার ২টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলায় এনএস স্টাইকার্স ৩ উইকেটে এনই হিলেটোর এ্যামিগোস কে এবং ২য় খেলায় গেম চেঞ্জারস ৩ উইকেটে ডিস্টার্ক্টিভ রেনেগাডসকে পরাজিত করে। জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করছে।