দিনাজপুরের চিরিরবন্দরে জেলা প্রশাসন কতৃক উপ-বরাদ্দকৃত জি আর এর চাউল বিতরণ করা হয়েছে। 

গতকাল ২৭ জুন মঙ্গলবার বিকেল সাড় ৫ টায় চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে প্রধান অতিথি হিসেবে এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় ভার্চুয়ালী চাল বিতরণ করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মনোয়ারুল ইসলামের সঞ্চালোচনায় এসময় সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলিম সরকার, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপির একান্ত সহকারি শাহ সালাউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ আজিম উদ্দিন সরকার গোলাপ, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক তপন কুমার মোহন্ত প্রমূখ উপস্থিত ছিলেন।