২০২২-২৩ অর্থবছরে খরিপ/২০২৩-২৪ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান(হাইব্রিড) ফসলের জন্য বিনামূল্যে বীজ গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।
সদর উপজেলা কৃষি অফিসের হল রুমে অনুষ্ঠিত বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌর সভার নয়শত জন কৃষকের মাঝে দুই কেজি করে এক হাজার আটশত কেজি হাইব্রিড আমন জাতের বীজ বিতরণ করা হয়।