‘‘সেবায় সাফল্য, আস্তায় আপনার প্রতিবেশী’’ এই শ্লোগান নিয়ে নীলফামারী জেলায় যাত্রা শুরু করল দেশের বেসরকারি বাণিজ্যক ব্যাংক আইএফআইস ব্যাংক পিএলসি।
গতকাল রোববার বেলা ১২টার দিকে নীলফামারী শহরের বড়বাজার সড়কের উত্তরা মিলস্ ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে আইএফআইসি ব্যাংক পিএলসি এর ১৮৬তম শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী চেম্বার অব কর্মাস এণ্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু।
আইএফআইসি ব্যাংক পিএলসি এর নীলফামারী শাখা ব্যবস্থাপক শাহাজাদী খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংককের দিনাজপুর শাখা ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম।
আইএফআইসি ব্যাংক পিএলসি এর নীলফামারী শাখার ট্রেইনি এসিসটেন্ট অফিসার এ.কে.এম. জাহানুল হাবীবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন নীলফামারী জেলা ইউনিটের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, নীলফামারী চেম্বার অব কর্মাস এণ্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সহসভাপতি ফরহানুল হক, নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, সদর থানার পরিদর্শক খান মো. শাহরিয়ার, উত্তরা মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী।