দিনাজপুরের চিরিরবন্দরে দুইদিনব্যাপি পিজি ও নন-পিজি খামারিদের হাঁস-মুরগি খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা সংক্রান্ত প্রশিক্ষণ এবং মাঠ প্রদর্শনী কার্যক্রম সম্পন্ন হয়েছে। এলডিডিপি, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর এ প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনীর আয়োজন করে।

২৬ জুন সোমবার এ প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনী সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. আলতাফ হোসেন, চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সরফরাজ হোসেন, ভেটেনারি সার্জন ডা. রুপম চন্দ্র মহন্ত, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আজিজ আলী প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে ৪০ জন নারী-পুরুষ খামারি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে খামারিদের সনদপত্র প্রদান করা হয়।