রোগীবাহি সরকারী এ্যাম্বুলেন্সের ধাক্কায় ফাইম হোসেন নামে( ৭) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর ১২ টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার  গাড়াগ্রাম ইউনিয়নের জলঢাকা রংপুর মহাসড়কের উত্তর গাড়াগ্রাম মাজার সংলগ্ন এলাকায়। সে একই ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে।  

কিশোরগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,  জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সরকারী এ্যাম্বুলেন্স  রোগী নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দোশে যাচ্ছিল। রোগীবাহি এ্যাম্বুলেন্সটি কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের মাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে  সড়কের পাশে  অবস্থানরত শিশুটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা শিশুটিকে  আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ রাজীব কুমার রায় জানান, এ্যাম্বুলেন্সসহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে।