বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বিএনপি জামাত জোটসহ সকল অপশক্তির ষড়যন্ত্র রাজপথে মোকাবেলা করতে ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। একইসাথে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামি নির্বাচনে রংপুর বিভাগের ২২ টি আসনই জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। এ জন্য আওয়ামী লীগের ভ্যানগার্ড জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সংগঠণ ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল বিভেদ ভুলে নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে বিরামহীন কাজ করতে হবে। তিনি ছাত্রলীগের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মনে রাখতে হবে বিরোধী অপশক্তি তাদের সকল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা যাতে অরাজকতা করে দেশের শান্তি শৃঙ্খলা নস্ট করতে না পারে সে দিকটা খেয়াল রাখতে হবে।
সোমবার(২৬ জুন) দুপুরে নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের ফাইভ স্টার মাঠে নীলফামারী জেলা, সৈয়দপুর উপজেলা ও পৌর ছাত্রলীগ আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বিমানযোগে সৈয়দপুর এসে গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলা যাওয়ার পথে ওই পথসভায় বক্তব্য দেন।
সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগ হচ্ছে ঐতিহ্যবাহী সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠনটির সুনাম অক্ষুণ্ণ রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলের সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দেওয়ায় দেশের প্রতিভাবান তরুণ সমাজ আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনছে। প্রযুক্তির দুয়ার উন্মোচন হওয়ায় আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ছাত্রলীগের সভাপতি আরও বলেন, শ্রমিক সংকটের কবলে পড়ে কৃষকেরা যাতে সমস্যায় না ভোগে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের সকল ইউনিট সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছিল।গণমানুষের প্রতি দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগ এ কাজ করেছে। ফলে আজ কৃষক ও তরুণদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হয়েছে। পথসভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল। এরআগে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে বিমানবন্দর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় শহরের ইকু হেরিটেজ এন্ড রিসোর্টে নিয়ে আসেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় সেখানে নৌকা সাদৃশ্য ফুলেল শুভেচ্ছা জানান,সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খান, যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসাদসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল, সাধারণ সম্পাদক এস এম সাদেকুর রহমান সজীব, পৌর ছাত্রলীগের সভাপতি সিফাত সরকার, সাধারণ সম্পাদক সহিদুজ্জামান শেখ শুভ ছাড়াও রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়সহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা।