দিনাজপুরের চিরিরবন্দরে নাগরিকত্ব ও সামাজিক সম্প্রীতি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুন শনিবার বিকাল ৪টায় উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ কক্ষে দি হাঙ্গার প্রজেক্টের চিরিরবন্দর উপজেলা পিএফজি’র (পিস ফেসিলেটেটর গ্রুপ) আয়োজনে সমন্বয়কারি ও সাংবাদিক মোরশেদ উল আলমের সভাপতিত্বে নাগরিকত্ব ও সামাজিক সম্প্রীতি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের বিশেষ প্রতিনিধি মেহেদি হাসান বাবু।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়কারি রাজেশ দে রাজু ও পরিচালনা করেন পিএফজি সদস্য সহকারি অধ্যাপক নিখিল রঞ্জন রায়। বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক শাহনাজ পারভীন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, যুব মহিলা লীগ নেত্রী ওয়াজিফা আকতার বেবী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়, সহকারি শিক্ষক ওমর ফারুক বাদশা, ডা. নবীন রায়, ইয়্যুথ গ্রুপের সদস্য মোস্তাকিম আল হাসনাত প্রমূখ।

অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত-এ এইচ মাহমুদ আলী এমপি

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন- বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বাংলাদেশের গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদেরকে তথ্যপ্রযুক্তির সেবা প্রদান নি:সন্দেহে নারীর ক্ষমতায়নকে ত্বরাম্বিত করবে। গত ২৪ জুন শনিবার উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ভূষিরবন্দরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন তথ্য আপা প্রকল্পের অধীনে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালিদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা বানু, উপজেলা তথ্যসেবা কমকর্তা হাসিনা বানু বক্তব্য রাখেন। উঠান বৈঠকে ৫০ জন শিক্ষিত যুব মহিলা অংশগ্রহণ করেন।